অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

Daily Ajker Sylhet

admin

০৮ এপ্রি ২০২৩, ০১:১১ অপরাহ্ণ


অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা‌ কে‌টে হত্যা ক‌রে‌ছে ছিনতাইকারীরা। শুক্রবার (৭ এ‌প্রিল) রাত ১০টার দি‌কে উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অ‌টো‌রিকশা চালক ঈমান আলী (৫০) দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গারোবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। পথিমধ্যে খাগড়াটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঈমান আলী বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। ঈমান আলীর ডাক চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মর‌দে‌হের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Sharing is caring!