Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি হানা দিলে কী হবে?

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ০৪:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ০৪:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি হানা দিলে কী হবে?

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে আজ থেকে শুরু হয়েছে নকআউট পর্ব। তাতে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আসছে। গ্রুপ পর্বে বৃষ্টির জন্য রিজার্ভ-ডে না রাখা হলেও দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে। আজ মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল।

Manual6 Ad Code

এই ম্যাচে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে একটা সম্ভাবনা আছে। এখন দেখা যাক সম্ভাব্য ক্ষেত্রে রিজার্ভ ডে কীভাবে কাজ করবে।

রিজার্ভ ডে কখন কাজ করবে?
রিজার্ভ ডে-তে যাওয়ার আগে আম্পায়াররা নির্ধারিত দিনে ম্যাচটি শেষ করার সব চেষ্টাই করবেন। এমনকি ওভার কমিয়ে হলেও প্রতি দলের জন্য সর্বনিম্ন ২০ ওভার করে ম্যাচ পরিচালনার চেষ্টা করা হবে। তখনো যদি ম্যাচটা সেদিন শেষ করা না যায় তা হলে বাড়তি দিন তথা রিজার্ভ ডের প্রয়োজন পড়বে। গত বিশ্বকাপেও ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালে রিজার্ভ ডের প্রয়োজন পড়েছিল।

রিজার্ভ ডে কীভাবে ব্যবহৃত হবে?
নির্ধারিত দিনে ম্যাচটা যদি শেষ করা না যায় তখন রিজার্ভ ডে প্রয়োজন পড়বে। এ ক্ষেত্রে চূড়ান্তভাবে কখন বৃষ্টি হানা দিচ্ছে তার ওপর ভিত্তি করে দুটি বিষয় মাথায় রাখা হবে।

Manual3 Ad Code

উদাহরণ হিসেবে প্রথমত, ম্যাচটা ৫০ ওভার মেনেই শুরু হলো। ১৯তম ওভারে গিয়ে বৃষ্টি হানা দিল। তার পর ওভার কমে দাঁড়াল ৪৬। তার পর কার্টেল ওভারে খেলা শুরু হওয়ার কথা। দেখা গেল খেলা শুরুর আগে আবার বৃষ্টির হানা এবং দিনটি পরিত্যক্ত। যেহেতু নির্ধারিত দিনে ওভার কমিয়েও ম্যাচ শুরু করা যায়নি। তখন রিজার্ভ ডেতে ৫০ ওভার হিসেবেই ম্যাচটা পুনরায় শুরু করা হবে। তখনো বৃষ্টি হানা দিলে প্রয়োজনে রিজার্ভ ডে-তে ওভার কমিয়ে খেলা শুরুর চেষ্টা করা হবে।

দ্বিতীয়ত, প্রথম উদাহরণের মতোই খেলা শুরু হলো। দেখা গেল ১৯ ওভার পর নামল বৃষ্টি… তার পর ওভার কমে দাঁড়াল ৪৬ ওভারে। এবার খেলা শুরু করা গেল ঠিকই কিন্তু এক ওভার শেষ হওয়ার পর দেখা গেল আবার বৃষ্টি। তার পর দিনটা পরিত্যক্ত! সে ক্ষেত্রে রিজার্ভ ডেতে ৪৬ ওভার হিসেবেই ম্যাচটা পুনরায় চালু হবে। এ ক্ষেত্রে বৃষ্টির কারণে প্রয়োজন পড়লে রিজার্ভ ডেতেও ওভার কমিয়ে খেলা পরিচালনার ব্যবস্থা করা হবে।

Manual3 Ad Code

ম্যাচের ফল না হলে তখন কী হবে?
যদি দুই দিনেও সর্বনিম্ন ২০ ওভারে ম্যাচ শেষ করা না যায়, কোনো ফল না আসে। তখন গ্রুপ পর্বে যে দলটি শীর্ষ স্থানে ছিল সেই দলটি ফাইনালে চলে যাবে। যেমন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এমনটা হলে প্রোটিয়ারা ফাইনালে চলে যাবে।

Manual6 Ad Code

শেয়ার করুন