Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও বিএনপিপন্থীদের আবারও ধাক্কাধাক্কি

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০২:২১ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
আওয়ামী লীগ ও বিএনপিপন্থীদের আবারও ধাক্কাধাক্কি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে আজ বৃহস্পতিবার আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আবারও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ধাক্কাধাক্কির পর দুদলের সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থানে আছেন। বেলা ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষ একে অপরের উদ্দেশে নানা ধরনের স্লোগান দিচ্ছিল।

Manual1 Ad Code

বুধবার সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিনে দুপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ ঘটনায় দিনের বেশিরভাগ সময়ই ভোট বন্ধ থাকে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের নির্বাচনের ভোট আজ সকাল ১০টার পর থেকে শুরু হয়। এরপর ধীরে ধীরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটকেন্দ্রে দুই দলের আইনজীবীরা এসে জড়ো হন।

Manual1 Ad Code

দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা জোরে জোরে স্লোগান দিতে থাকেন। একদল ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকে। অন্য পক্ষ আবার তার উত্তর দিতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তুমুল উত্তেজনা শুরু হয়। পুলিশও মাঝে দাঁড়িয়ে সতর্ক অবস্থায় থাকে। তবে এ সময় ভোট গ্রহণ চলছিল।

Manual5 Ad Code

শেয়ার করুন