আমুর বাসায় বৈঠকে ১৪ দলের তিন নেতা

Daily Ajker Sylhet

admin

০৫ ডিসে ২০২৩, ০৬:০১ অপরাহ্ণ


আমুর বাসায় বৈঠকে ১৪ দলের তিন নেতা

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক বসেছেন শরিক দলের ৩ নেতা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইস্কাটনের বাসায় এ বৈঠকে বসেন তারা।

শরিক দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার ওই বৈঠকে উপস্থিত রয়েছেন।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

ওই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাতীয় পার্টি-জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!