Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতলো ব্রাজিল

admin

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০১:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০১:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতলো ব্রাজিল

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোর মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবলের সুদিন শুরু হয়েছিল। দুই বছর পর সেই একই ব্যবধানে ফাইনাল দেখলো লাতিনের ফুটবল। তবে ফুটবলের ভিন্ন এক সংস্করণ ফুটসালে। অনূর্ধ্ব-২০ লাতিন আমেরিকান ফুটসালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

রোববার (১৭ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়েছে ব্রাজিলের যুবারা। পেরুকে তো এক ম্যাচেই রেকর্ড ১৫ গোল দিয়েছিল। তবে ফাইনালে এসে আর্জেন্টাইনদের তুমুল বাঁধার মুখে পড়তে হয়েছিল সেলেসাওদের। পুরো আসরে ম্যাচপ্রতি ৫ গোল করে এসেছে তারা। সেখানে ফাইনালে গোল পাওয়াই যেন ছিল দুঃসাধ্য।

Manual6 Ad Code

শেষ পর্যন্ত অবশ্য গোল পেয়েছে ব্রাজিল যুবারা। আর তাতে রানার আপ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রতিযোগিতায় ৩য় স্থানে থেকে ব্রোঞ্জ মেডেল পেয়েছে কলম্বিয়া।

Manual2 Ad Code

শেয়ার করুন