আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দেখাবে ফিফা
১২ অক্টো ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
ফুটবল প্রেমীদেরকে দারুণ এক খবর দিয়েছে ফিফা। বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ সম্প্রচার করবে তারা।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সকাল সাড়ে ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচগুলো দি ফিফা প্ল্যাস ফাস্ট চ্যানেলে সম্প্রচার করার সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। দুই ম্যাচে জার্মান ও ইতালিয়ান ধারাভাষ্য থাকবে থাকবে বলে জানিয়েছে তারা।
বাছাইয়ের টেবিলে এ মুহূর্তে দুই ম্যাচে ৬ করে পয়েন্ট ব্রাজিল ও আর্জেন্টিনার। গোল পার্থক্যে ব্রাজিল শীর্ষে ও আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে রয়েছে।
২০২৬ বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।