Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষ

admin

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ০৩:০১ অপরাহ্ণ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ০৩:০১ অপরাহ্ণ

ফলো করুন-
আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:
বুধবার (৫ এপ্রিল) ভোরে জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের’ তাড়াতে প্রবেশ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের ইসলামি গোষ্ঠী হামাস ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ‘নজিরবিহীন অপরাধ’ বলে অভিহিত করেছে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী আল-আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনি নাগরিকদের সেখানে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আতশবাজি, লাঠি ও পাথর বহনকারী ‘আন্দোলনকারীদের’ সরিয়ে দিতে তারা মসজিদে প্রবেশ করে। মুসলমানদের পবিত্র রোজার মাসে ইসরাইল অধিকৃত পুরাতন শহর পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা দেখা গেছে।

Manual5 Ad Code

আল-আকসা মসজিদে হাজার হাজার মুসলমান এই পবিত্র মাসে নামাজ পড়তে আসেন। জায়গাটি ইহুদিদের কাছেও পবিত্র। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।

Manual6 Ad Code

 

শেয়ার করুন