ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

Daily Ajker Sylhet

admin

০৪ ফেব্রু ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ


ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৭

স্টাফ রিপোর্টার:
টঙ্গীর তুরাগ তীরে চলা ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায়। গতকাল সোমবার রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়।

এদিকে মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। ইজতেমার এ ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ।

উল্লেখ্য, বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রয়ারি।

Sharing is caring!