উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন তফসিল ঘোষণা

Daily Ajker Sylhet

admin

১১ এপ্রি ২০২৩, ০১:০৮ অপরাহ্ণ


উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন তফসিল ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহারের শেষ দিন। ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল পাওয়া গেছে। ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত গত বছরের ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরন করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হয়। তফসিল অনুযায়ী ২৫ মে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Sharing is caring!