এইচএসসি পরীক্ষার কেন্দ্র কার কোথায়, তালিকা প্রকাশ

Daily Ajker Sylhet

admin

২৪ মার্চ ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ণ


এইচএসসি পরীক্ষার কেন্দ্র কার কোথায়, তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা দেওয়া হয়েছে।

যদিও চলতি বছরের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে- তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ৩০ জুন পরীক্ষা শুরু হতে পারে।

সাধারণত এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু করোনার প্রভাবে শিক্ষাসূচি এলোমেলো হওয়ায় এবারো পরীক্ষা পেছানো হচ্ছে।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।

Sharing is caring!