Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালনে গিয়ে যা বললেন মাহিয়া মাহি

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ওমরাহ পালনে গিয়ে যা বললেন মাহিয়া মাহি

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
ওমরাহ পালন করতে সৌদি আরব আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীসহ ওমরাহ করতে সেখানে অবস্থান করছেন তিনি।

Manual6 Ad Code

রোববার সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরকায় দেখা যায়।

Manual5 Ad Code

সৌদি আরব থেকে মাহি ওমরাহ পালনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। একইসঙ্গে ওমরাহ করার আগে থেকে ইচ্ছা ছিল বলে জানান তিনি।

Manual5 Ad Code

তিনি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরীফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি।

Manual7 Ad Code

এ নায়িকা অভিনয়গুণে অসংখ্য দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরও কমতি নেই। ওমরাহ করতে গিয়ে অনাগত সন্তান ও তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, চিকিৎসকদের ধারণা আড়াই মাস পর সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আর আপাতত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই দিনের অপেক্ষায় রয়েছেন মাহি।

তবে এবারই প্রথম নয়, এর আগেও ওমরাহ করেছেন এ অভিনেত্রী। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।

শেয়ার করুন