Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে চোলাই মদসহ আটক ১

admin

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৫:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে চোলাই মদসহ আটক ১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর চা বাগানে পুলিশি অভিযানে ৯০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।

শুক্রবার ১০ টায় শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তি থেকে তাকে আটক করা হয়েছে। এসময় মাদক বিক্রির ৬ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।

Manual6 Ad Code

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক বাবুল মিয়া ও দ্বীপক সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তিতে অভিযান চালিয়ে দ্বিরাজ রবিদাস (৬৫) কে আটক করা হয়। এ সময় বসতঘর থেকে বিক্রির জন্য রাখা ৯০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সাথে চোলাই মদ বিক্রির ৬ হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়। অবৈধ চোলাই মদ তৈরি, বিক্রির দায়ে মাদক ব্যবসায়ী দ্বিরাজ রবিদাসকে আটক করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আখনজী, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

শেয়ার করুন