Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই কিশোরী

admin

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৩ | ১২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
কারাগারে এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই কিশোরী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে হত্যা মামলায় গ্রেফতার হওয়া সেই কিশোরী। কিশোরীর নাম মুক্তা আক্তার। বুধবার কারাগারের একটি কক্ষে বসে মেয়েটি পরীক্ষায় অংশ নেয়। এর আগে মঙ্গলবার একটি হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

Manual1 Ad Code

পরীক্ষার্থী মুক্তা আক্তার জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে। সে এবার দীননাথ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

Manual4 Ad Code

ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন মেয়েটিকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। বুধবার অন্যান্য শিক্ষার্থীদের মতো একই সময়ে কারাগারে বসে সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়েছে।

Manual3 Ad Code

গত বছরের সেপ্টেম্বর মাসে শংকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন।

দীননাথ ইনস্টিটিউশনের এক শিক্ষক বলেন, মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

 

Manual2 Ad Code

শেয়ার করুন