কুলাউড়ায় কে কোন প্রতীক পেলেন

Daily Ajker Sylhet

admin

১৮ ডিসে ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ণ


কুলাউড়ায় কে কোন প্রতীক পেলেন

কুলাউড়া প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কার্যালয়ের দেওয়া তথ্যমতে, আওয়ামী লীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীক, স্বতন্ত্র থেকে একেএম সফি আহমদ সলমান ট্রাক প্রতীক, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন সোনালী আঁশ প্রতীক, স্বতন্ত্র থেকে আব্দুল মতিন কাচি প্রতীক, জাতীয় পার্টি থেকে আব্দুল মালিক লাঙ্গল প্রতীক, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আসলাম হোসাইন রহমানী মিনার প্রতীক, ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোত্তাকিম তামিম মোমবাতি প্রতীক ও বিকল্পধারা থেকে মো. কামরুজ্জামান সিমু কুলা প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পর সোমবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীদের এ প্রচার-প্রচারণা চলবে।

Sharing is caring!