Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

admin

প্রকাশ: ৩১ মে ২০২৩ | ০১:২০ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৩ | ০১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমদপুর এলাকা কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা মঙ্গলবার ৩০ মে বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)রাহাত বিন কুতুব।

Manual5 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে সত্যতা পেয়ে সুলতানপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)রাহাত বিন কুতুব।

Manual2 Ad Code

উপজেলার সহকারী কমিশনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়।জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর আরিফ হোসাইন, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল।

Manual5 Ad Code

 

শেয়ার করুন