Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খারাপ সময়ে সবই খারাপ যায় : সাকিব

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
খারাপ সময়ে সবই খারাপ যায় : সাকিব

Manual7 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
চলমান বিপিএলের শেষ কয়েক ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিং না করা নিয়ে অনেক আলোচনা শোনা যায়। ব্যাট হাতে তাকে ফর্মহীন বললেও চোখের সমস্যায় যে তিনি ঠিকঠাক ব্যাটেই নামছেন না। সবশেষ গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমেছিলেনও রংপুর রাইডার্সের হয়ে। তবে অভিজ্ঞতা সুখকর হয়নি, ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। যা নিয়ে পরে ম্যাচ শেষে কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

Manual7 Ad Code

কিছুদিন আগে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ সম্মেলনে সাকিবকেই পাঠানোর কথা জানিয়েছিলেন। সেটাই হলো গতকাল। যেখানে বেশ আমোদী সাকিবকেই দেখা গেল। তবে কি অধিনায়ক সোহানের অনুরোধেই এসেছেন? জবাবে মজার ছলেই সাকিব বলেন, ‘অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।’

Manual3 Ad Code

ব্যাট হাতে কবে সাকিব ঠিকঠাক মাঠে ফিরবেন, তা এখনও অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এটা (ফেরার বিষয়ে) তো বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’

দলের দুই উইকেট হারানোর পর খেলতে নেমে, সাকিব প্রথম বলেই আউট হয়ে গেছেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। বিপদ সামলাতে এসে আরও বিপন্ন করে দিয়ে গেলেন দলকে। এ নিয়ে সাকিব বলেন, ‘বুঝলাম যে খারাপ সময়ে সবই খারাপ যায়।’

Manual8 Ad Code

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটিতে সাকিব রান পেলেও, বল হাতে ঠিকই নিজের কাজটা করে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নেন তিনি। এর আগে শুরুতে ব্যাট করা রংপুর বাবর আজম (৪৭) ও নুরুল হাসান সোহানের (৪৬) ব্যাটে ১৬২ রানের পুঁজি পায়। লক্ষ্য তাড়ায় দারুণ ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে সিলেট। নাজমুল শান্ত ও মোহাম্মদ মিঠুনদের ব্যর্থতায় তারা মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায়।

এ নিয়ে নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ হার নিশ্চিত করল সিলেট, বিপরীতে ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠে গেছে রংপুর।

Manual3 Ad Code

শেয়ার করুন