গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

Daily Ajker Sylhet

admin

১২ ডিসে ২০২৩, ০৭:১৮ অপরাহ্ণ


গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার:
গণতন্ত্রী পার্টির সব বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ইসির চিঠিতে বলা হয়, গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে দুটি কমিটি ইসিতে জমা দিয়েছেন। দলীয় এ বিভক্তির কারণে কমিশন উভয় কমিটি না মঞ্জুর করেছে। ফলে এ দলের অনুমোদিত কোনো কমিটি না থাকায় এ দলের পক্ষে যেসব প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন তাদরে প্রার্থিতা বতিলের জন্য প্রয়োজননীয় কার্যক্রম গ্রহণে অনুরোধ করা হলো।

এবারের নির্বাচনে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রী পার্টিসহ ২৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে নির্বাচন বর্জনে থাকা বাংলাদেশ মুসলিম লীগকে ইসি নির্বাচনে অংশগ্রহণকারী দলের মধ্যে রাখলেও তারা প্রার্থিতা দেওয়ার কথা অস্বীকার করেছে। ফলে ইসির হিসেবে বর্তমানে ২৮টি রাজনৈতিক দল নির্বাচনের মাঠে থাকল। যা বাস্তবে ২৭টি।

Sharing is caring!