গরম আসার আগেই সিলেটে লোডশেডিংয়ের আঁচ!

Daily Ajker Sylhet

admin

২১ ফেব্রু ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ


গরম আসার আগেই সিলেটে লোডশেডিংয়ের আঁচ!

স্টাফ রিপোর্টার:
শীতের মৌসুম মাত্র শেষ হয়েছে। এখনও শীতের আবহ রয়েছে সর্বত্র। এরমধ্যেই লোডশেডিংয়ের আঁচ পেতে শুরু করেছেন সিলেটের মানুষ। এই সময়ে বিদ্যুতের চাহিদা কম থাকলেও মঙ্গলবার কয়েক দফা লোডশেডিংয়ের কবলে পড়েন সিলেটবাসী।

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় বেশি বিপাকে পড়েন অফিস-আদালতে কর্মরতরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে।

সিলেট মহানগরের জালালাবাগ আবাসিক এলাকার বাসিন্দা আইনুল হোসেন বলেন, গত দুইদিন থেকে বিদ্যুৎ যাচ্ছে ঘন ঘন। অনেক সময় কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই সময়ে এমন লোডশোডিং আগে কখনও হয়নি। অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে পানির সমস্যা হচ্ছে বেশি।

জিন্দাবাজার মা ইলেকট্রনিকের মালিক আলিম উদ্দিন জানান, গরমের সময়ে লোডশেডিং হয় এটা আমরা সবাই জানি। কিন্তু এখনও তো গরম এলোই না। এখন কেন এত লোডশে?

বিদ্যুতীনতায় কাজের ব্যাঘাত ঘটছে বলে তিনি জানান।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন মঙ্গলবার বিকালে সিলেটভিউ-কে বলেন, সিলেটে আজ চাহিদা থেকে ৩০ থেকে ৪০ শতাংশ সরবরাহ কম মিলেছে। ফলে আজ এই লোডশেডিং হচ্ছে।

তবে কেন সরবরাহ কম- এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে পারেননি।

Sharing is caring!