ঘরের মেঝেতে পড়ে ছিল বিউটিশিয়ানের হাত-পা বাঁধা লাশ

Daily Ajker Sylhet

admin

০৫ জুন ২০২৩, ০৮:৩০ অপরাহ্ণ


ঘরের মেঝেতে পড়ে ছিল বিউটিশিয়ানের হাত-পা বাঁধা লাশ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকায় নিজ বাসার মেঝে থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুবিনা খাতুন (২৯) নামে এক বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকার আব্দুস সালামের মেয়ে রুবিনা খাতুন দীর্ঘদিন ধরে ওই পার্লার চালাতেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, ওই নারী তার বাড়ির পাশে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গে একটি কক্ষে তিনি রাতে থাকতেন। রোববার রাতে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

 

Sharing is caring!