Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমন্ত স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ০৮:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ০৮:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঘুমন্ত স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক

Manual8 Ad Code

ঝালকাঠিতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় স্বামীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত ব্যক্তির নাম রবিউল আউয়াল তালুকদার (৩৯)। তিনি একই এলাকার আবদুর রহমান তালুকদারের ছেলে। রবিউল পেশায় অটোরিকশাচালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত রবিউলের স্ত্রী সাফিয়া বেগমকে (৩২) পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের কাছে স্বামীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন সাফিয়া। তাঁর বাবার বাড়ি পুটিয়াখালী এলাকায়।

Manual5 Ad Code

নিহত রবিউলের বোন ফরিদা বেগম অভিযোগ করেন, ‘রোববার রাতে রবিউলকে গলা কেটে হত্যা করে সাফিয়া। এ সময় তাদের দুই ছেলে পাশের রুমে ঘুমিয়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। পুলিশ দিবাগত রাত তিনটার দিকে এসে রবিউলের লাশ উদ্ধার করে এবং সাফিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা সাফিয়ার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রেম করে ২০০৫ সালে ঢাকায় বিয়ে করেন রবিউল ও সাফিয়া। সে সময় দুজনই পোশাক কারখানায় চাকরি করতেন। বছর পাঁচেক আগে তাঁরা এলাকায় ফিরে বসতি গড়ে তোলেন। তাঁদের সংসারে নবম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই ছেলে আছে। সম্প্রতি দুজনের পারিবারিক কলহ চলছিল। আড়াই মাস আগে আরও একটি বিয়ে করেন রবিউল। এ নিয়ে দাম্পত্য কলহ আরও বেড়ে যায়। এর জেরে গতকাল রাত দেড়টার দিকে ঘুমন্ত রবিউলের হাত-পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন সাফিয়া।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সাফিয়া তাঁর স্বামীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর স্বামী আরও একটি বিয়ে করেছেন—এমন সন্দেহের ভিত্তিতে স্বামীকে তিনি হত্যা করেছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন