Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চার জেলা সফরে যাচ্ছেন জামায়াতের আমির

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
চার জেলা সফরে যাচ্ছেন জামায়াতের আমির

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৪ জেলা সফরে যাচ্ছেন। বরিশাল, কুড়িগ্রাম, দিনাজপুর ও জয়পুরহাট জেলার উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি যোগদান করবেন।

Manual4 Ad Code

আমিরে জামায়াতের সফরসূচি : ২১ জানুয়ারি বরিশাল মহানগরী ও জেলার উদ্যোগে কর্মী সম্মেলন, ২৪ জানুয়ারি কুড়িগ্রাম জেলার উদ্যোগে কর্মী সম্মেলন, ২৫ জানুয়ারি দিনাজপুর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন এবং ৩০ জানুয়ারি জয়পুরহাট জেলার উদ্যোগে সম্মেলন।

Manual7 Ad Code

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এসময় জামায়াতের আমির বলেন, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তাই চাঁদাবাজ, ঘুষ বাণিজ্যকারী, মামলা বাণিজ্যকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি।

আমাদের এ লড়াই চলবে ইনশাআল্লাহ। যতদিন না ইনসাফ এ জমিনে কায়েম না হয় ততদিন। আর ইনসাফ কায়েমের নিশ্চয়তা একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে না। এ কোরআনের শাসন সব ধর্মের, সব দলের, সব বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের নিশ্চয়তা।

Manual3 Ad Code

কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই, দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই। অন্য ধর্মের ভাইদের আমরা ভাই হিসেবে দেখি।

শেয়ার করুন