Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে খু নের ঘটনায় মামলা, নারী গ্রেফতার

admin

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে খু নের ঘটনায় মামলা, নারী গ্রেফতার

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জে খু নের ঘটনায় মামলা, নারী গ্রেফতার

সিলেটের জকিগঞ্জে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নে জাকারিয়ার হাতে মামা আবুল হোসেন লিচু খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী-পুরুষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

এর আগে শুক্রবার বিকেলে কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচু তার পাশের বাড়ির বাসিন্দাদের পিটুনিতে নিহত হন।

এ ঘটনায় শনিবার পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়ার মা এজাহারভুক্ত চায়না বেগম (৪০)-কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

Manual7 Ad Code

মামলার আসামিরা হলেন- মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), ছওয়াব আলীর স্ত্রী চায়না বেগম (৪০), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।

Manual5 Ad Code

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, খুনের ঘটনায় জড়িত ও এজাহারভুক্ত আসামি চায়না বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করে যাচ্ছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন- জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

Sharing is caring!

শেয়ার করুন