জকিগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

Daily Ajker Sylhet

admin

২০ এপ্রি ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ণ


জকিগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজনকে ভারতীয় মদ ও গাঁজাসহ এবং অপরজনকে আদালতের পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার রায়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মুছলিম আহমদের ঘর থেকে ৩৮ বোতল ভারতীয় মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের কালু মিয়ার ছেলে। অপরদিকে খিলসদরপুর গ্রাম থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।

 

Sharing is caring!