জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

০৪ ফেব্রু ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ণ


জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে জকিগঞ্জ থানাধীন ০৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এ আসামিকে জকিগঞ্জ থানাধীন ০৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত সুলতানপুর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সুজন আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন সিলেটের জকিগঞ্জ থানার ০৬নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামেরমৃত সুলেমান আহমদের ছেলে।

গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Sharing is caring!