জনপ্রিয় অভিনেতা তৌকির ও ঝুনা চৌধুরী আসছেন সিলেটে

Daily Ajker Sylhet

admin

০৫ অক্টো ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ


জনপ্রিয় অভিনেতা তৌকির ও ঝুনা চৌধুরী আসছেন সিলেটে

নিউজ ডেস্ক:
দারুচিনি দ্বীপ, জালালের গল্প, জয়যাত্রা, অজ্ঞাতনামা। এ নামগুলো নিশ্চয় আমাদের পরিচিত। এই সিনেমার নামগুলো শুনলে যে গুণী নির্দেশকের নাম আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন তৌকির আহমেদ। হুমায়ুন আহমেদের অনেক কালজয়ী নাটক কিংবা রূপনগর নাটকের সেই ‘শামীম’ চরিত্রের অভিনেতা তৌকির আহমেদ এবার সিলেটে আসছেন আরেক গুণী নাট্যজন, গ্রুপ থিয়েটার আন্দোলনের প্রথম সারির একজন ঝুনা চৌধুরীকে সাথে নিয়ে।

ঢাকার দর্শকনন্দিত নাটকের দল নাট্যকেন্দ্রের নাটক “তীর্থ যাত্রী” নিয়ে তারা সিলেটে আসছেন। দিক থিয়েটারের রজতজয়ন্তী উৎসবের চতুর্থ দিন আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।

তীর্থযাত্রী নাটকটির গল্প যুদ্ধ শেষে অবসন্ন তিন সৈনিককে ঘিরে। বিরান প্রান্তরে বসে থাকা ওই সৈনিকদের যাওয়ার কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। নাটকে দেখা যাবে, রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ী সেনাপতি সৈন্যদের উদ্দেশে বলছে, রণাঙ্গনের যুদ্ধ শেষ। তার কথা শুনে তিনজন ছাড়া সবাই বাড়িতে ফিরে যায়। বাকি তিনজন বেরিয়ে পড়ে পৃথিবীর পথে জ্ঞানের সন্ধানে। সর্বত্র তারা দেখে যুদ্ধ—দৃষ্টিভঙ্গির যুদ্ধ, আমিত্বের যুদ্ধ, শ্রেষ্ঠত্বের যুদ্ধ। পথে নানা বিষয়ে তাদের মধ্যে চলতে থাকে তর্ক—নীতি ও নৈতিকতা কি সর্বজনীন? মানুষ কেন সৃষ্টির সেরা? তারা জানতে চায়, ভাগ্যবান আর ভাগ্যহীনের মধ্যে ফারাকটা কোথায়? আর এসবের ভেতরই জীবনের অর্থ খোঁজে তারা।

Sharing is caring!