Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়ের আনন্দের মধ্যেই জরিমানা পাকিস্তানের

admin

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
জয়ের আনন্দের মধ্যেই জরিমানা পাকিস্তানের

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বেঙ্গালুরুতে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ পেয়েছে পাকিস্তান। বৃষ্টি আইনে পাওয়া ২১ রানের জয়ে উজ্জ্বল হয়েছে পাকিস্তানিদের সেমিফাইনালের স্বপ্ন। কিন্তু পরম স্বস্তির এই জয়ের ম্যাচে একটা দুঃসংবাদও পেতে হয়েছে পাকিস্তানকে। বাবর আজমদের গুনতে হচ্ছে জরিমানা।

Manual1 Ad Code

জরিমানাটা করা হয়েছে স্লো ওভার রেটের কারণে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার কারণে ফিল্ডিং দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ঐ ধারা অনুযায়ীই, পরশু পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মানে, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করেছিল পাকিস্তান। ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের রান আটকাতে বারবার ফিল্ডিং পরিবর্তন করায় সময় বেশি লাগে পাকিস্তানের।

এবারের বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয় বারের মতো মন্থর গতির বোলিংয়ের জন্য জরিমানা গুনতে হলো পাকিস্তানকে। এর আগে গত ২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জরিমানার ফাঁদে আটকা পড়েছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদিন অবশ্য জরিমানার পাশাপাশি ম্যাচটাও হারতে হয়েছিল বাবর আজমদের। কিন্তু পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিকই সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করা জয় পেয়েছে পাকিস্তান।

Manual3 Ad Code

প্রথমে ব্যাট করে কিউইরা রানের পাহাড় গড়লেও পাকিস্তানকে সহায়তা করেছে ভাগ্য। কারণ, নিউজিল্যান্ড ৪০১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ২৫.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রান করতেই নামে বৃষ্টি। পরে খেলা আর মাঠে গড়াতে না পারলেও শ্রেয়তর রানরেটের সুবাদে পাকিস্তান পেয়ে যায় বৃষ্টি আইনে ২১ রানের জয়। অবশ্য ফখর জামান ও অধিনায়ক বাবর আজম যে ঝড় শুরু করেছিলেন, তাতে পুরো খেলা হলে ৪০২ রানের লক্ষ্যও হয়তো তারা অনায়াসেই ছুঁয়ে ফেলতে পারতেন!

Manual3 Ad Code

শেয়ার করুন