জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোন চাপ নেই: আইজিপি

Daily Ajker Sylhet

admin

০৭ সেপ্টে ২০২৩, ০৪:০৩ অপরাহ্ণ


জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোন চাপ নেই: আইজিপি

হবিগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোন চাপ অনুভব করছেননা বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এক সময় এ দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের হুলিখেলা চলছিল।

 

বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে যেকোন আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের সে আস্থাও আছে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার, পিপিএম ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এর আগে পুলিশ প্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপন করেন।

Sharing is caring!