জাতীয় পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে: সেলিম উদ্দিন

Daily Ajker Sylhet

admin

২৬ ডিসে ২০২৩, ০৫:৩১ অপরাহ্ণ


জাতীয় পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে: সেলিম উদ্দিন

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ সেলিম উদ্দিন গণসংযোগ করেছেন।

মঙ্গলবার গোলাপগঞ্জের পৌর শহরের বিভিন্ন মার্কেট, বিপনী বিতানে এ গণসংযোগ করেন তিনি। এসময় লাঙ্গল প্রতিকের লিফলেট বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের দল। এ দলে কেন ভেদাভেদ নেই। তার প্রমান এ নির্বাচন। দলের সকল স্থরের নেতাকর্মীরা এক্যবদ্ধ হয়ে লাঙ্গলে পক্ষে মাঠে নেমে পড়েছে। তিনি বলেন জাতীয় পার্টি এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি করির আহমদ, জেলা জাতী শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুল, দেলোয়ার হোসেন, পৌর শাখার আহবায়ক জহির উদ্দিন, সদস্য সচিব আব্দুর রউফ, জালাল আহমদ চৌধুরী ও এনামুল ইসলাম কামাল।

Sharing is caring!