জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

Daily Ajker Sylhet

admin

১০ ডিসে ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ


জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত চা বাগান সংলগ্ন নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ।

মৃত শ্রমিক মানিক মিয়া (৫৭) উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে ।

ওসি বলেন, ওই ব্যক্তি বয়স্ক বালু শ্রমিক ছিলেন। ঠান্ডা জনিত কারণে স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।

তবে স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন লোক নদীর পাড়ে বালু উত্তোলন করছিলেন। তাদর উপর বালুমাটি ধ্বসে পড়লে সাথে থাকা দুইজন উঠতে পারলেও মানিক মিয়া বয়স্ক হওয়ায় উঠতে পারেননি। তার সঙ্গে থাকা শ্রমিকরা তাকে বালুমাটি চাপা থেকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

Sharing is caring!