জুড়ীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সিএনজি শ্রমিকের সড়ক অবরোধ

Daily Ajker Sylhet

admin

০৭ জুন ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ণ


জুড়ীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সিএনজি শ্রমিকের সড়ক অবরোধ

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুইটি সিএনজি গাড়ীর গ্লাস ভেঙ্গে গেলে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আধা ঘন্টা পর পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়।

ঘটনাটি বুধবার দুপুর ২টায় উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে ঘটেছে।

স্থানীয় ব্যবসায়ী, সিএনজি শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুড়ীতে ছাত্রলীগের মন্ত্রীগ্রুপ হিসেবে পরিচিত সদ্য বিলুপ্তকৃত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল সমর্থিত পৃথক দুইটি গ্রুপ ঘটনার সময় দেশীয় অস্ত্রসহ দুই দিক থেকে মিছিল সহকারে ভবানীগঞ্জ বাজার চৌমোহনীতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দুই গ্রুপ দুই দিকে চলে যায়। এদিকে ইট পাটকেল নিক্ষেপে বলরাম বাউরী নামে এক শ্রমিক আহত ও দুইটি সিএনজি গাড়ীর গ্লাস ভেঙ্গে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়।

ছাত্রলীগের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মীরা সদ্য সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেলের এক কর্মীকে মারধর করে। এর প্রতিবাদে বুধবার সাহাব উদ্দিন সাবেল গ্রুপের কর্মীরা মিছিল করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মী সাইদুল ইসলাম বলেন, আমরা কলেজ এলাকায় মিছিল করলে হুমায়ূনের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে সাহাব উদ্দিন সাবেল গ্রুপের ছাত্রলীগ নেতা হুমায়ূন রশীদ বলেন, আমরা কলেজ থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে শহরে আসলে ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের নেতৃত্বে আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়।

জানতে চাইলে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি আমাদের নলেজে আছে। আমরা দেখতেছি।

 

Sharing is caring!