জৈন্তাপুরে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Daily Ajker Sylhet

admin

২৮ জানু ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ


জৈন্তাপুরে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উমনপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল আহমেদ (৪৫) জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে । তিনি পেশায় একজন গাড়ী চালক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে হরিপুর হতে চিকনাগুলে যাচ্ছিলেন দুলাল। পথিমধ্যে উমনপুর এলাকার রাস্তার একটি মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তিনি জানান, গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ গেছে দুলাল আহমদের।

Sharing is caring!