‘ঝুঁকির’ ভয়ে বাংলাদেশের বিপক্ষেও নেই স্টোকস!

Daily Ajker Sylhet

admin

০৯ অক্টো ২০২৩, ০১:৩৭ অপরাহ্ণ


‘ঝুঁকির’ ভয়ে বাংলাদেশের বিপক্ষেও নেই স্টোকস!

স্পোর্টস ডেস্ক:
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরেছেন বেন স্টোকস। তবে হাঁটুর ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে খেলতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার। তার দল ইংল্যান্ডও হেরেছে বড় ব্যবধানে।

গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড হার দিয়ে বিশ্বকাপ শুরুর ওই ধাক্কা বাংলাদেশ ম্যাচ দিয়ে কাটিয়ে উঠতে চাইবে। তবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের ওই ম্যাচেও অনিশ্চিত শুধু ব্যাটিং করার শর্তে বিশ্বকাপ খেলতে রাজি হওয়া স্টোকস।

ইংল্যান্ডের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি স্টোকস। যদিও দলের সঙ্গে ধর্মশালায় এসে সোমবার ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। রানিংও করেছেন। তারপরও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইসিবি’র টিম ম্যানেজমেন্ট।

ঝুঁকি নিতে না চাওয়ার বড় কারণ ধর্মশালার বাজে আউটফিল্ড। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধর্মশালার বাজে আউটফিল্ড নিয়ে সমালোচনা হয়েছে। ভেজা আউটফিল্ডে পড়ে ভয়ঙ্কর হাঁটুর ইনজুরির ঝুঁকিতে পড়ে গিয়েছিলেন আফগান স্পিনার মুজিব উর।

ওই কারণেই ইংল্যান্ডের টেস্ট দলের কাণ্ডারি স্টোকসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে আইসিসি ধর্মশালার আউটফিল্ডকে গড়পড়তা অ্যাখ্যা দিয়েছে। বাংলাদেশ ও ইংল্যান্ড আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে।

Sharing is caring!