Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ০৯:২০ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০৯:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

Manual8 Ad Code

অনলাইন রিপোর্ট:
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে টিম টাইগার্স। সেই লক্ষ্যেই জ মাঠে নামবে বাংলদেশ।

Manual6 Ad Code

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল ৩টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জিতে এখন সিরিজ জয়ের হাতছানি টি টাইগার্সের সামনে। আজকের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার উদ্দেশ্যেই টস জিতে ইংলিশদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুরের স্পিনিং উইকেটের সুবিধা নিতে আজ এক স্পিনার বেশি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শামিম হোসেনের পরিবর্তে একাদশে সুযযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। সিরিজে ফিরতে মরিয়া ইংল্যান্ডও আজ মাঠে নাআমছে এক পরিবর্তন নিয়ে। মার্ক উডের পরিবর্তে ইংলিশ একাদশে এসেছেন রেহান আহমেদ।

Manual6 Ad Code

বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ- ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।

Manual1 Ad Code

শেয়ার করুন