টাইগার-৩ এর শুটিং করতে তুরস্কে সালমান খান
১৩ মার্চ ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক :
পাঁচ বছর পর ‘পাঠান’ নামে একটি সিনেমা নিয়ে পর্দায় ফিরে বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ খান। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত সালমান খানও। কারণ, বলিউডের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে ‘পাঠান’। তাই নিজেরও আলাদা কিছু করে দেখানো দরকার সেই বিশ্বাসের ধারাবাহিকতা ধরে রাখতে।
এ কারণে নিজের আগাম সিনেমা ‘টাইগার-৩’র টানা শুটিং করছেন বলিউড ভাইজান। তুরস্কে কখনো গাড়িতে, কখনো নৌকায় অ্যাকশন দৃশ্য শুট করতে মগ্ন টাইগার, সালমানের এমন ছবিও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়।
জানা গেছে, সালমানের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সলমান এবং ক্যাটরিনাকে জুটি বাঁধতে দেখা যাবে। বরাবরের মতো এতেও অভিনেত্রী পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা।
অন্যদিকে সালমনকে দেখা যাবে র-এর এজেন্ট অবিনাশ সিং রাঠোরের চরিত্রে। যদিও তিনি টাইগার নামেই বেশি পরিচিত। ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমা এটি। আগের সিরিজগুলোয়ও সালমান একই চরিত্রে অভিনয় করেছেন। তৃতীয় কিস্তি পরিচালনা করছেন মণীশ শর্মা।
এরই মধ্যে রাশিয়া, অস্ট্রিয়ায়ও সিনেমাটির শুটিং করা হয়েছে। তুরস্কের পর ভারতে কিছু দৃশ্য ধারনের মধ্য দিয়ে দৃশ্যায়নের ইতি টানা হবে। শোনা যাচ্ছে এ সিনেমায় শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে ‘পাঠান’ হিসাবেই। সিনেমাটি চলতি বছরের দিওয়ালির সময় মুক্তি পাবে।
যদিও ‘টাইগার-৩’ আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ঈদে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে আরেকটি সিনেমা মুক্তির তালিকায় থাকায় ‘টাইগার-৩’ পিছিয়ে দেওয়া হয়েছে।