Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা রিমান্ডে

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা রিমান্ডে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগে পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual1 Ad Code

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক ও করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

Manual7 Ad Code

এদিন আসামিদের জামিন বাতিল পূর্বক রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual5 Ad Code

এর আগে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাজরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিন মামলা করেন।

শেয়ার করুন