ট্রাফিক পুলিশের ওপর চড়াও তেলেগু অভিনেত্রী, কারণ কী

Daily Ajker Sylhet

admin

২৯ ফেব্রু ২০২৪, ১২:১১ অপরাহ্ণ


ট্রাফিক পুলিশের ওপর চড়াও তেলেগু অভিনেত্রী, কারণ কী

স্টাফ রিপোর্টার:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস-এর রাস্তায় গাড়ি থেকে নেমে এক ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়েছেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সৌম্য জানু।

এই ভিডিও এক্স হ্যান্ডেল (টুইটার), ফেসবুকে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। তাতে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ অভিনেত্রী ট্রাফিক আইন ভেঙে গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন। পুলিশ তাকে আটকাতেই মেজাজ হারান তিনি। তার পরই চড়াও হন পুলিশের ওপর। এমনকি, ট্রাফিক পুলিশের পোশাকও ছিঁড়ে দেন তিনি। আশপাশের লোক অভিনেত্রীকে আটকাতে চাইলে, অভিনেত্রী তাদের ওপরও চড়াও হন।

এমর আচরণে তেলুগু ছবির এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।
সূত্র : সংবাদ প্রতিদিন

Sharing is caring!