Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা, সিলেটে মুক্তিযুদ্ধমন্ত্রী

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ০৪:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ০৪:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা, সিলেটে মুক্তিযুদ্ধমন্ত্রী

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

Manual8 Ad Code

মঙ্গলবার সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোন আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির মাননীয় সভাপতি শাহজাহান খান এমপি মহোদয়কে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং নিয়মাবলী অর্থাৎ কিভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের জন্য তাকে দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’

এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের ব্যাপারে মন্ত্রী জানান, এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। তিনি এ বিষয়ে কোন মন্তব্য করবেন না।

Manual2 Ad Code

মঙ্গলবার সকালে একদিনের সফরে সিলেট এসে পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এদিন তিনি হযরত শাহজালাল (র.) মাজার ও হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে নামাজ আদায় এবং কবর জিয়ারত করবেন।

Manual6 Ad Code

 

শেয়ার করুন