তফশিল ও ভোটের বিষয়ে রাষ্ট্রপতিকে যা জানালেন সিইসি

Daily Ajker Sylhet

admin

০৯ নভে ২০২৩, ০২:২৪ অপরাহ্ণ


তফশিল ও ভোটের বিষয়ে রাষ্ট্রপতিকে যা জানালেন সিইসি

স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সিইসি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা ভোটের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি। নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে, যার জন্য দ্রুতই আমাদের তফশিল ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, শিগগিরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি সব শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে তফসিল ঘোষণা করব এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে।

এর আগে দুপুর ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে পৌঁছায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।

Sharing is caring!