দক্ষিণ সুরমায় গলা কাটা মরদেহ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

১৭ ডিসে ২০২৩, ০৪:১১ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় গলা কাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বাবুল মিয়া (৫২) নামের এক মানসিক প্রতিবন্ধী। রবিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের বেটুয়ারমুখ গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে গিয়ে থানাপুলিশ লাশ উদ্ধার করে।

আত্মহত্যাকারী বাবুল মিয়া বেটুয়ারমুখ গ্রামের মৃত গনাই মিয়ার ছেলে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

তিনি জানান- বাবুল মিয়ার পরিবারের বেশিরভাগ সদস্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনিও প্রতিবন্ধী ছিলেন। রবিবার ভোররাতে ঘরে থাকা দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন। স্থানীয় গণ্যমান্য লোকজনের পরামর্শে ময়না তদ্ন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Sharing is caring!