দক্ষিণ সুরমায় বাবুর্চির লা শ উদ্ধার
১২ সেপ্টে ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামে এক বাবুর্চি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আত্মহত্যাকারী বাবুর্চি আবদুল খালিক (৪০) রাজাপুর গ্রামের মৃত মন্তাজ আলী মখনের ছেলে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল খালিকের স্ত্রী সৌদি প্রবাসী। তার ঘরে দুই মেয়ে। সোমবার রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজেদের কক্ষে ঘুমিয়ে যান তারা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ এক মেয়ে দেখতে পান- তার বাবার শোবার কক্ষে বাতি জ্বলছে এবং দেহ ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।
মেয়েদের চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশে খবর দিলে রাত ৩টার দিকে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।