দক্ষিণ সুরমায় ভয়াবহ দুর্ঘটনা : ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর

Daily Ajker Sylhet

admin

০৭ জুন ২০২৩, ০৫:২৯ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় ভয়াবহ দুর্ঘটনা : ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের ১৪ জনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। বিয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৫ দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে ভয়াবহ দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি ঘটে।

নিহত ১৪ জন হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সি‌জিল মিয়া (৫৫), এক‌লিম মিয়া (৫৫), হা‌রিছ মিয়া (৬৫), সৌরভ ‌মিয়া (২৭), সাজেদুর (৬০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের মিয়া (২৫), সুনামগঞ্জের শা‌ন্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০), হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)। এতে আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। হতাহতদের সকলেই নির্মাণশ্রমিক ছিলেন বলে জানা গেছে।

 

এঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে ও আহতদের পরিবারে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করেন।

 

Sharing is caring!