দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

০৩ জুন ২০২৩, ০১:৩৪ অপরাহ্ণ


দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাতনামা এ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় এখনও পাওয়াা যায়নি।

শুক্রবার বিকেল ৫টায় সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের দারোগা বাড়ি সংলগ্ন পুকুরে অজ্ঞাত একটি (পুরুষ) লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক (৪০) বছর।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, অজ্ঞাতনামা লাশটির পরিচয় এখনও পাওয়াা যায়নি। লাশটির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন বুঝা সম্ভব হচ্ছে না এবং ধারণা করা হচ্ছে আনুমানিক ১৫-২০ দিন দরে এই লাসটি এই পুকুরের পানিতে ছিল। বর্তমানে লাসটি দক্ষিণ সুরমা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য এম এ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

Sharing is caring!