Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে ২২৮ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪৬০ টহল দল

admin

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
দেশজুড়ে ২২৮ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪৬০ টহল দল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। যুগপৎ আন্দোলনের শরিকসহ জামায়াতে ইসলামীও আলাদা করে এই অবরোধ পালন করছে। অবরোধের দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০টি টহল টিম।

Manual8 Ad Code

সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি ও র‍্যাবের পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual3 Ad Code

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

Manual6 Ad Code

এদিকে অবরোধের ফলে যেন সহিংসতা না হয়, সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও। কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অবরোধের কারণে কোনো সহিংসতা যেন না ঘটতে পারে, তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত আছি।

শেয়ার করুন