দোয়ারাবাজারে মদের চালানসহ ব্যবসায়ী আটক

Daily Ajker Sylhet

admin

২৩ ডিসে ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ণ


দোয়ারাবাজারে মদের চালানসহ ব্যবসায়ী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২০ বোতল ভারতীয় মদসহ সুন্দর আলী (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মাদক কারবারি সুন্দর আলীর শয়নকক্ষে অভিযান চালিয়ে খাটের নিচে রক্ষিত ৯৬ বোতল অফিসার চয়েস ও ২৪ বোতল এসি ব্ল্যাক মদসহ তাকে আটক করা হয়। সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার এসআই আসলাম।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Sharing is caring!