দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ
২১ সেপ্টে ২০২৩, ০৩:০৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের গত দুই সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই ধারাবাহিকতায় আসছে দ্বাদশ সংসদ নির্বাচনেও পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ক একটি চিঠি সরকারকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলজিয়ামের ব্রাসেলস থেকে এ-সংক্রান্ত ঘোষণা আসার সম্ভাবনা আছে।
তবে ইইউ ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল না পাঠালেও ছোট বিশেষজ্ঞ দল পাঠাতে পারে বলে জানা গেছে।
আসছে নির্বাচনকে ঘিরে সংঘাতের আশঙ্কা ও নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে ইইউ’র।
গত ৮ থেকে ২৩ জুলাই নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর ছয় সদস্যের একটি প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে।
সফরকালে প্রতিনিধি দল মূলত নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে মূল্যায়ন করে। প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা বাংলাদেশের সরকারের প্রতিনিধি, নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
ইইউ প্রতিনিধি দলটি জাতীয় নির্বাচন-পূর্ব সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে। তারা মূলত নির্বাচনের সময় পর্যবেক্ষকদের নিরাপত্তা; নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত হওয়ার সম্ভাবনা, নির্বাচন করার মতো পরিবেশের বিষয়গুলো খতিয়ে দেখে।
কূটনৈতিক সূত্র বলছে, প্রাক পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার পর পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে নিবাচনে পর্যবেক্ষক দল না পাঠালেও ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য।
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযোগী বলে মনে করছে না বলেও ইইউর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানা গেছে।
আগামী বছরের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার কথা বলছে নির্বাচন কমিশন। নভেম্বরে তফসিল ঘোষণার কথাও জানিয়েছেন একাধিক নির্বাচন কমিশনার।