নাজির বাজার থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

১৩ এপ্রি ২০২৩, ০২:৩১ অপরাহ্ণ


নাজির বাজার থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারের ছয় ভাই রেস্টুরেন্ট ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানাপুলিশ। বুধবার দিবাগত (১৩ এপ্রিল) রাত ২টার দিকে স্থানীয় লাল মিয়ার এ রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাজিরবাজার এলাকার ঝাজর গ্রামের লোকমান মিয়া (৩৫), কুতুবপুর গ্রামের মো. উজ্জল মিয়া (৩০), একই গ্রামের মো.পংকি খান (৩০) ও আমির আলী (৪৪), এবদালপুর গ্রামের মো.রাজু মিয়া (২৭), আবদিতপুর গ্রামের মো. কয়েছ মিয়া (২২), মাঝপড়া গ্রামের জালাল (৪০) এবং বিশ্বনাথের বাওনপুর গ্রামের আকছার আহমদ (২১)।

পুলিশ জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৭ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বৃহস্পতিবার দুপুরে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে কিছুক্ষণ পর আদালতে প্রেরণ করা হবে।

Sharing is caring!