পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ৭০

Daily Ajker Sylhet

admin

০৪ ফেব্রু ২০২৫, ০১:২২ অপরাহ্ণ


পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ৭০

ডিজিটাল ডেস্ক:
চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চালানো অভিযানে জেনিনে ৩৮ জন, তুবাসে ১৫ জন, নাবলুসে ছয়জন, তুলকারেমে পাঁচজন, হেব্রনে তিনজন, বেথলেহেমে দুজন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে একজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন নিয়ন্ত্রিত গাজায় গত ১৫ মাস ধরে চলা যুদ্ধ ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চলছে। তবে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে হামলার পরিমাণ জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে যে অভিযান শুরু করেছে তার মূল লক্ষ্যবস্তু জেনিনের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১০ জন শিশু ছাড়াও ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নারী এবং দুই বয়স্ক ফিলিস্তিনিও নিহত হয়েছেন।

সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কার্যালয় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। মুখপাত্র নাবিল আবু রুদেইনে এক বিবৃতিতে বলেছেন, দখলদার কর্তৃপক্ষ পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের সর্বাত্মক যুদ্ধকে প্রসারিত করছে যাতে নাগরিকদের বাস্তুচ্যুত করা যায় এবং জাতিগত নির্মূলের লক্ষ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়।

তিনি আরও যোগ করেন, জেনিন এবং তুলকারেম শরণার্থী শিবিরের পুরো আবাসিক ব্লক ধ্বংস হয়েছে। সেইসঙ্গে, হাজার হাজার নাগরিকের স্থানচ্যুতি এবং অবকাঠামোর ব্যাপক ধ্বংসের পাশাপাশি শত শত মানুষকে আহত বা আটক করেছে ইসরায়েল।

Sharing is caring!