Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবিপ্রবির ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাত

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
পাবিপ্রবির ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ কর্মীর নাম জামিউল ইসলাম হিমেল (২৪)। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী।

Manual8 Ad Code

ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে হল থেকে খাবার খেতে ক্যাম্পাস গেটে যান জামিউল ইসলাম। এসময় একজন এসে তাকে ফরিদা টাওয়ারের দিকে ডেকে নিয়ে যান। পরে আরও তিনজন সেখানে আসেন। এসময় তার হাত ও পায়ে ছুরিকাঘাত করেন তারা। পরে সহপাঠীরা এসে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে পাবনা সদর হাসপাতালে রেফার করেন। পরে সহপাঠীরা জামিউলকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করান।

Manual3 Ad Code

আহত জামিউল ইসলাম, ‘আমি ছাত্রলীগ করতাম ঠিক কিন্তু কারও সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল না। এরপরও কেন আমার ওপর হামলা হলো বুঝতে পারছি না।’

Manual4 Ad Code

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাসুদ রানা বলেন, একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বলে শুনেছি। পরে তাকে দেখতে যাই। লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন