পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

Daily Ajker Sylhet

admin

১২ অক্টো ২০২৩, ০৬:১৯ অপরাহ্ণ


পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

স্টাফ রিপোর্টার:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র গণমাধ্যমকে এ বৈঠকের কথা নিশ্চিত করেছে।

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাইস-কাউন্সেলর আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন।

তবে বিএনপি বা যুক্তরাষ্ট্র দূতাবাস—কোনো পক্ষ থেকেই ওই বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

এদিকে মার্কিন প্রাক্‌–নির্বাচনী পর্যবেক্ষক দল এখন ঢাকা সফর করছে। গত শনিবার এই দল ঢাকায় এসেছে। আজই মার্কিন এই দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল ঢাকা সফরের সময়ে এরই মধ্যে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে।

Sharing is caring!