প্রেমে পড়ে রাঘবকে নিয়ে গুগলে যা সার্চ করেছিলেন পরিণীতি

Daily Ajker Sylhet

admin

০৪ ফেব্রু ২০২৪, ১২:১১ অপরাহ্ণ


প্রেমে পড়ে রাঘবকে নিয়ে গুগলে যা সার্চ করেছিলেন পরিণীতি

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ-নেতা রাঘব চাড্ডা। একজন রূপালি জগতের নায়িকা। অন্যজন রাজনীতির মানুষ। অথচ দুজন দুই পেশার হলেও মনের মিল তাদের অনন্য। তাইতো ঘর বেঁধেছেন তারা।

গত বছর সেপ্টেম্বর মাসে চার হাত এক হয়েছে তাদের। বিয়ের পর পেরিয়ে গিয়েছে পাঁচ মাস। সম্প্রতি একটি গোপন কথা শেয়ার করে নিলেন পরিণীতি।

কোনো এক প্রজাতন্ত্র দিবসের সকালে বিদেশের মাটিতে প্রথম দেখা হয় দুজনের। এক টেবিলের দুই প্রান্তে বসেছিলেন দুজন। আধঘণ্টা মতো একসঙ্গে ছিলেন। টুকটাক কথাবার্তা বলেছিলেন। তখনই নাকি রাঘবকে মনে ধরেছিল পরিণীতির। কিন্তু রাঘব সম্পর্কে বিন্দুবিসর্গও জানতেন না পরিণীতি। রাঘব কোথায় থাকেন, কত বয়স— কোনও কিছুই তিনি জানতেন না। কারণ, রাজনীতি নিয়ে একেবারেই কোনো আগ্রহ ছিল না পরিণীতির। কিন্তু রাঘবের জন্য একটা ভালো লাগা তৈরি হয়েছিল মনে। কিন্তু মনে মনে একটা আশঙ্কা ছিল তার। রাঘব বিবাহিত নন তো?

রাঘবের সঙ্গে দেখা করে ফিরে আসার পর সেই সন্দেহের নিরসন ঘটান পরিণীতি। গুগুল সার্চ করে দেখে নেন, রাঘবের বিয়ে হয়ে গিয়েছে কি না। গুগল তাকে জানায়, রাঘবের বিয়ে হয়নি। এটা জানার পর নাকি হাফ ছেড়ে বেঁচেছিলেন পরিণীতি।

Sharing is caring!